Home বিবিধ ইংরেজি বানানের নিয়মাবলী
বিবিধ

ইংরেজি বানানের নিয়মাবলী

Share
Share

বাংলা বানানের ন্যায় ইংরেজি বানানেরও কতকগুলি নিয়ম রয়েছে। নিয়মগুলি জানা থাকলে আলাদা করে বানান মনে রাখতে হয় না। যেমনঃ misspell শব্দটির বানান আলাদা করে মনে রাখতে হবে না যদি সংশ্লিষ্ট নিয়মটি জানা থাকে। অবশ্য শুধু নিয়ম মেনে সব শব্দের বানান জানা যাবে না। তবে ৭৫% শব্দের বানান নিয়ম মেনে মনে রাখা যাবে। চলুন দু’ একটি নিয়ম শেখা যাক।
০১. Root word এর পূর্বে কোন Prefix বসালে Root word এর কোন Letter drop (বাদ) করা যাবে না। যেমনঃ Mis+spell= misspell
এখানে Root word হল spell এবং এর সাথে Mis Prefix যুক্ত হয়ে misspell শব্দটি গঠিত হয়েছে।
আরও দেখুন- dissatisfied (dis+satisfied), misstate (mis+state), misstarting (mis+starting) etc.
02. আমরা প্রায়শ negative word গঠন করতে ভুল করি। যেমনঃ logical শব্দটির
negative word বলি unlogical, proper শব্দটির negative word বলি unproper, regular শব্দটির negative word বলি unregular যা ঠিক নয়। চলুন দেখা যাক এগুলো কিভাবে সহজে এবং ঠিকভাবে শেখা যায়।
খেয়াল করুনঃ ‘r’ বর্ণ দ্বারা গঠিত Root word এর negative গঠন করতে আমরা ir prefix যোগ করব। যেমনঃ regular এর negative irregular (ir+regular) not unregular. তেমনি responsibleএর negative irresponsible etc.
অনুরূপভাবে, ‘l’ বর্ণ দ্বারা গঠিত Root word এর negative গঠন করতে আমরা il prefix যোগ করব। যেমনঃ logical এর negative illogical (il+logical) not unlogical. তেমনি literate এর negative illiterate etc.
আরও খেয়াল করুনঃ ‘m’ /’p’ বর্ণ দ্বারা গঠিত Root word এর negative গঠন করতে আমরা im prefix যোগ করব। যেমনঃ proper এর negative improper (im+proper) not unproper. তেমনি possible এর negative impossible, mature এর negative immature.
SPELLING OF ENGLISH WORDS: ie or ei?
নিচের বানানগুলো খেয়াল করুনঃ achievement, perceive, ceiling, brief etc. কোন ক্ষেত্রে ie আর কোন ক্ষেত্রে ei ব্যবহার করবেন, তা নিয়ে ঝামেলার অন্ত নেই। অথচ নিচের নিয়মটি মনে রাখলে সহজেই এ ধরনের ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। নিয়মটি হলঃ c এর পরে ei ব্যবহার করুন। যেমনঃ perceive, ceiling, conceit etc.
সুতরাং, সহজেই অনুমেয় অন্যান্য ক্ষেত্রে ie ব্যবহার করতে হবে। যেমনঃ achievement, brief, belief, relief etc.
Spelling of English Words: Vowel (a, e, i, o, u) দ্বারা শুরু হওয়া suffix
নিচের বানানগুলো খেয়াল করুনঃ reddish, rubbed, sitting, beginning etc. কেন যথাক্রমে d, b, t, n (consonants) বর্ণগুলো double হল? এক্ষেত্রে কোন নিয়ম আছে কি? অবশ্যই আছে।
মনে রাখুন, Vowel (a, e, i, o, u) দ্বারা শুরু হওয়া কোন suffix যেমনঃ ed, er, est, ing etc. কোন Root word এর সাথে যুক্ত হলে, Root word এর শেষের consonant টি double (দ্বিত্ব) হয়। যেমনঃ
red+ish=reddish
rub+ed=rubbed
thin+er=thinner
অন্যভাবেও মনে রাখা যায়। যথাঃ Root word এর শেষে CVC অর্থাৎ Consonant-Vowel-Consonant থাকলে, Root word এর শেষের consonant টি double (দ্বিত্ব) হয়। যেমনঃ
sit+ing=sitting
begin+er=beginner
SPELLING OF ENGLISH WORDS: Root word এর শেষের ‘e’এর উপর suffix এর প্রভাব
নিচের বানানগুলো খেয়াল করুনঃ
01. Arrive, Approve, Fame, Invite, Hope, Note,
কিন্তু
Arrival, Approval, Famous, Invitation, Hoping, Notable
Exceptions: Change-changeable, Notice- Noticeable, Dye-dyeing (colouring), Singe-singeing (burning)
আবার,
02. Definite, Excite, Force, Hope, Late, Wide
কিন্ত,
Definitely, Excitement, Forceful, Hopeful, Lately, Widely
Exceptions: Due- Duly, Argue- Argument, True- Truly, Whole-Wholly
*****কেন ১ নং ক্ষেত্রে Root word এর শেষের ‘e’ উঠে গেল? আবার ২ নং ক্ষেত্রে Root word এর শেষের ‘e’ বহাল থাকল? এক্ষেত্রে কোন নিয়ম আছে কি? অবশ্যই আছে।
******মনে রাখুন, Vowel (a, e, i, o, u) দ্বারা শুরু হওয়া কোন suffix যেমনঃ al, ous, able, ation, ed, er, est, ing etc. কোন Root word এর সাথে যুক্ত হলে, Root word এর শেষের ‘e’ উঠে যায়।
*****অনুরূপভাবে, consonant দ্বারা শুরু হওয়া কোন suffix কোন Root word এর সাথে যুক্ত হলে, Root word এর শেষের ‘e’ বহাল থাকে।
SPELLING OF ENGLISH WORDS: শব্দের শেষে একটি ‘L’ নাকি দুইটি ‘L’?
শব্দের শেষে একটি ‘L’ নাকি দুইটি ‘L’ যোগ করে Adverb গঠন করব, তা নিয়ে প্রায়শ আমরা সংশয়ে পড়ে যাই। নিচের বানানগুলো খেয়াল করুনঃ
01. Basically, historically, technically, academically, optimistically etc.
আবার,
02. Mentally, actually, factually, normally, verbally etc.
এক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য? খেয়াল করুনঃ ১ নং ক্ষেত্রে প্রতিটি শব্দ ‘ic’ দ্বারা শেষ হয়েছে। সুতরাং, আমরা বলতে পারি, ‘ic’ দ্বারা শেষ হওয়া শব্দের সাথে ‘ally’ যোগ করে Adverb গঠন করতে হবে। অর্থাৎ,
Basic+ally= basically
historic+ally= historically
technic+ally= technically
academic+ally= academically
optimistic+ally= optimistically
আবার ২ নং ক্ষেত্রে প্রতিটি শব্দের শেষে ‘al’ রয়েছে। সুতরাং, ‘al’ যুক্ত শব্দের সাথে ‘ly’ যোগ করে adverb গঠন করতে হয়। খেয়াল করুনঃ
Mental+ly=mentally
Actual+ly=actually
Factual+ly=factually
Normal+ly= normally
Verbal+ly=verbally
উল্লেখ্য, শব্দের শেষে ‘ly’ থাকলেই Adverb হয় না ! Adverb গঠন করতে নিচের গঠন প্রণালী অনুসরণ করতে হয়।
Adjective+ly= adverb, যেমনঃ technic+ally= technically, academic+ally= academically, Verbal+ly=verbally ইত্যাদি।
কিন্তু Noun+ly= Adjective, যেমনঃ Brother+ly=brotherly, friend+ly= friendly, man+ly=manly etc.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অফিসকক্ষে ভৌতিক সন্ধ্যা

বার্ষিক সম্মেলন উপলক্ষে অফিসের সবাই যখন পাঁচ তারকা হোটেলে আমোদ-ফুর্তিতে মাতোয়ারা, আমি...

একজন রব মিয়ার গল্প ও অন্যান্য

এক চারিদিকে বানের পানি থৈ থৈ করছে। এবার আগাম বন্যা হয়েছে। গ্রামের...

পঠন-পাঠন ও জ্ঞানচর্চা

“There is no frigate like a book.”-Emily Dickinson, অর্থাৎ, “বইয়ের মত এমন...

Our Ill-paid Farmers and Future of Our Foodstuff

A few days back while coming back from Jessore, I came across...